সূর্য পৃথিবীর অন্ধ কথোপকথন
October 30, 2021
সূর্য পৃথিবী একে অন্যের পরিপূরক, একটি গল্পের ইতিকথা অথবা প্রথম মিলনের ঘনঘটা। প্রতিদিনের মত আজও সূর্যকে স্বপ্নে দেখে ঘুম ভেঙেছে, মিলনের বিষাদ প্রহরের অবসান হয়ে নতুন সূর্য নীল আকাশে উদিত হবার সম্ভাবনা। পৃথিবী আজ আলোকিত। তারপর থেকে শুরু মহাপরিকল্পনা। বিশ্বকে কিভাবে সাজানো যায়, তাদের হাতে সময় নেই, ব্যস্ত দুনিয়ার মানুষ গুলো তাদেরকে নিয়ে ঢাকঢোল পিটিয়ে বরণ করতে চাচ্ছে কিন্তু তাদের হাতে কোন সময় নেই, তারা পৃথিবীতে জন্মের স্বাদ পরিপূর্ণ করায় ব্যস্ত। নিদ্রাবিহীন কত রাত কেটেছে কেউ হিসেব রাখেনি। প্রতিদিন একই কথা এই সূর্য তুমি নিদ্রাবিহীন আর কতকাল কাটাবে। আপাতত ঘুমাও। চলছে লিখুনীর যাত্রা গন্তব্যে পৌঁছাতে হবে খুব শীঘ্রই। কিনারায় দাঁড়িয়ে সূর্য পৃথিবীতে আলিঙ্গন করে মিলনের ঘনঘটা রেশ পৃথিবীময় ছড়িয়ে দিতে প্রস্তুত। এখনও বলছি ঘুমাও, না সময় লাগবে অপেক্ষায় আছি কখন তুমি নির্দেশনা দিবে। ঘুমাও আস্তে আস্তে সব হাতের মুঠোয় চলে আসবে ইনশাআল্লাহ। স্রষ্টা আমাদের সাথে আছেন। তিনিই সর্বময় ক্ষমতার অধিপতি।স্রষ্টার সন্ধানে প্রার্থনারত প্রতিনিয়ত সূর্য পৃথিবী। সূর্য সুন্দর দৃষ্টিতে পৃথিবীটাকে সম্মান দিতে সদা গতিশীল, যত্নবান মানুষের মত ঘুর্নায়মান। অপেক্ষার ক্ষণ জানতে ব্যস্ত পৃথিবী? সূর্য বলছে না না তুমি বলো?পৃথিবী বলছে না না তুমি বল? নির্ধারিত সময় দন্ডায়মান, ষোল আনা বুঝতে অপারেশন ক্লিনহার্ট চলছে। পরীক্ষা শেষ এখন ফলাফলের স্বাদ নেওয়ার পালা। ঘুমাও… আমার সময় লাগবে গল্প লিখছি থেমে থেমে। তোমাকে শান্ত করে আবারও লিখছি। প্রতিদিন চলছে গবেষণার ফসল ঘরে তুলার পরিকল্পনা। দু’জনের সিদ্ধান্ত নিজেরাই ফসল তুলবে কিন্তু কোলাহল মুখর দুনিয়ায় পদার্পণ করতে কিছু্ একটা করতে হবে ইহাই বাস্তবতা। সূর্য আলো দিতে প্রস্তুত পৃথিবীও সূর্যকে বরণ করতে প্রস্তুত। দিন ক্ষন মূহুর্ত ঠিকঠাক। উর্ধ্বতন কর্তৃপক্ষের ইশারায় স্রষ্টার কৃপায় দুটি হৃদয়ের গহ্বরে লোকায়িত আলোক শিখা জ্বলে উঠলো পৃথিবীময়। স্রষ্টার সৃষ্টি মানুষদ্বয় একটি আত্মায় রুপান্তরিত হয়ে মিলনের জোয়ারে ভাসছে।আজিকে সাত সাগর তের নদী পাড়ি জমিয়ে জীবনের জয়গান। সূচনা পর্ব শুরু করে সূর্য পৃথিবীকে বরন করতে ব্যস্ত। পৃথিবী আজ আলোকিত, সূর্য তার হৃদয়ের সকল সফলতা পূর্ণ করে আস্থার বাতিঘরে নির্মিত মহাশক্তি মহাবিশ্বের। দুর্গপ্রাচীর সামনে , ইতিবাচক চিন্তায় তাদের চোখ শুধুই সামনে, পেছনে তাকানোর অবকাশ নেই। এদেশ আমার এদেশ তোমার, ঐক্যের বন্ধনে গড়ে তুলি সোনার বাংলা। সকলের মঙ্গল কামনা এবং ইহাই শক্তি ।
লেখক : মোহাম্মদ রেজাউল করিম
লিখিত : ১৪/১০/২০২১ সময় রাত- ৮:০০ টা