+8801716-125686
Can I Help You?
+8801716-125686

অন্ধ বিশ্বাসের বাতিঘর || The Light of Blind Trust

Sharing is caring!

হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছি। জীবনের স্বপ্ন, জীবনের গল্প অথবা ছোট্র একটু কথা যা আকাশ থেকেও উঁচু। অন্ধ স্পর্শ কোন এক সারথির খুঁজে যখন স্বাস্থ্যের কার্ডিয়াক সার্জারি হয় তখন উৎফুল্ল পৃথিবী সুউচ্চ অন্তর আসনে বসিয়া খুঁজতে থাকে তার স্বাস্থ্যে গোলযোগ ঘটানো সেই সারথিকে। দু’চোখ বাঁধা কালো চশমা পরিহিত অবস্থায় গহিন জঙ্গলে অথবা বিশাল মহাসাগরে অথবা সাত আসমানের সুউচ্চ অট্টালিকায় সারথির মিলনের অপেক্ষার প্রহর গুনতে থাকে অন্ধ মানুষটি। সেই বিষাক্ত প্রহর ক্ষুদ্র ক্ষুদ্র আঘাত আনতে থাকে হৃদয়ের গহীন গহ্বরে। তন্ত্রের কুন্ডুলিকায় কবে শেষ হবে সেই প্রহর?

পৃথিবীটা অনেক ছোট এবং বিশ্ব পরিমন্ডলে পৃথিবীর মানুষ গুলো অনেক বড়। মানুষ গুলোর হৃদয়ের সীমানা প্রজ্জ্বলিত আলোর বাতিঘর, যে বাতি পৃথিবীতে আলো ছড়ায়। ইহা একটি গল্প, জীবনের গল্প অথবা কোন ঠিকানা অথবা জীবনের সঠিক গন্থব্য। কেউ যদি ডাকে সারা পেয়ে আহ্বানের সঠিক জবাব দেয় তবেই পৃথিবীটা আলোর ঝলসানিতে ভরে উঠবে। নতুবা গহীন অন্ধকারে নিমজ্জ্বিত মানুষ গুলো অসহায় রয়ে যাবে পূর্ণ হবে না আশার বাতিঘর।জেগে উঠুক তোমাদের রণতরী,পৃথিবীর মানুষ গুলো ঢেউয়ের তরঙ্গোচ্ছ্বাসে ভেসে মহাসাগর পাড়ি দিয়ে কিনারায় ভিড়তে চলেছে অথবা মহাকাশের সর্বোচ্চ চূঁড়ায় ছুঁতে চলেছে। তোমরা পূর্ণতাকে সম্মান দিয়ে মহামিলনের পথে হাঁটতে শুরু করো, ভালোকে ভালো বলতে জানা একটি মহত্বের লক্ষণ। মনে রাখবা সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে কোন ভয় পাবে না।জন্ম মৃত্যু স্রষ্টার হাতে।স্রষ্টার ইশারায় সকল কিছু প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে, বিশ্বাস রাখো তার উপর যিনি আমাদের সৃষ্টি করেছেন।
বাস্তব জীবন কঠোর যুদ্ধ, মহামারি, অকাল মৃত্যু মোকাবেলা করতে হয় প্রতিনিয়ত। সত্যকে মেনে নিয়ে বাস্তবতার বোঝা মাথায় নিতে অভ্যস্ত হতে হবে তবেই পৃথিবীটা অনেক সুন্দর মনে হবে নতুবা বারংবার হোঁচট খেয়ে সাত আসমান থেকে মাটিতে লুটিয়ে পড়তে হবে। আমরা বাঙালী, আমরা বীরের জাতি, কঠিন বাস্তবতা মোকাবেলা করতে আমরা অভ্যস্ত। নতুন প্রক্রিয়াকে বুঝে উঠতে বা নিয়ন্ত্রণ করতে খুব বেশি একটা সময় লাগে না।সময়ের ঘড়ির কাঁটা দিনদিন বয়েই চলেছে। বাস্তবতা,সময়কে এবং পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে নতুন ভোর নতুন পৃথিবী নতুন ঠিকানায়। নতুন বাস্তবতা মেনে নেওয়ায় জীবন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
আমরা সকলেই একে অন্যের এবং ইহাই হউক আমাদের প্রত্যয় ও বিশ্বাস। এই বিশ্বাস থেকেই গড়ে উঠবে আমাদের সোনার বাংলা। সোনার বাংলাই আমাদের স্বপ্ন, আমাদের গল্প এবং আমাদের পৃথিবী। আমাদের বিশ্বাস এই পৃথিবীতে গড়ে উঠবে নতুন এক নিলয় এবং আমরা বেঁচে থাকবো বিশ্ব পরিমন্ডলে অনন্তকাল।
লেখকঃ
মোহাম্মদ রেজাউল করিম
এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
মোবাইল: ০১৭১৬১২৫৬৮৬
লিখিত : ১৯/০৯/২০২১, রবিবার সকাল ৮ টা।

Sharing is caring!

Related Post